ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মিছিল ও কেক কাটা কর্মসূচি।
বাংলাদেশ ছাত্রলীগ এর ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কোতোয়ালী ও সদরঘাট থানা ছাত্রলীগের একাংশের উদ্যোগে মিছিল ও কেক কাটা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
কোতোয়ালি থানা ছাত্রলীগ সংগঠক ইরফান দোভাষ এর সভাপতিত্বে ও সদরঘাট থানা ছাত্রলীগ সংগঠক নিলয় চৌধুরী এর সঞ্চালনায় উপস্থিত ছিলে চবি ছাত্রলীগ এর সাবেক সদস্য মোঃতামজিদ কামরান, নগর ছাত্রলীগ সংগঠক আদিত্য দাশ জয়; থানা ছাত্রলীগ সংগঠক পিয়াল আইচ, ইরফান উদ্দীন, অভিষেক ব্যানার্জি, ইমু দাশ; ওয়ার্ড ছাত্রলীগ সংগঠক মান্নান রুবেল, হৃদয় দাশ, সুব্রত দাশ, শাহরিয়ার সাকিব, প্রিতম তালুকদার, ইশান সেন, মঈনুদ্দিন হাসান আলিফ, নবাব আশরাফ, বিজয় সরকার, বিকাশ দাশ, শচীন দাশ, পিয়াল দাশ, হৃদয় সেন, আ.ন.ম. সাইফুদ্দিন, ইমন চৌধুরী, মোঃশোয়েব, প্রণয় দাশ, অন্তর দাশ, আহাদ আলম, অরিজিত বনিক, মৃত্যুঞ্জয় বল, রাহাদ হাসান সিয়াম, বিজয় দেব, প্রাচীর সরকার, তূর্যয় চৌধুরী অরিন্দম চৌধুরী, পার্থ দে হয় প্রমুখ।