চবিয়ানদের জন্য পাঁচ টাকা কমেছে দ্রুতযানের ভাড়া ; আলোচনা সফল জানান চবি ছাত্রলীগ সেক্রেটারী।
গতকাল বৃহস্পতিবার রাতে দুই চবি শিক্ষার্থী-কে দ্রুতযান বাস হেলপার ও তার সহযোগী কতৃক মারধরের ঘটনার পর আজ বাস মালিক সমিতির সাথে মধ্যস্থতা বৈঠক করেছে চবি প্রশাসন,বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল,সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপু সহ নেতাকর্মীরা ও ভুক্তভোগী ওই শিক্ষার্থীদ্বয়।
আজ শুক্রবার হাটহাজারী থানায় অনুষ্ঠিত এই মধ্যস্থতা বৈঠকে, হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহকারী প্রক্টর জনাব আহসানুল কবির পলাশ উপস্থিত ছিলেন।
বৈঠকে দ্রুতযান বাসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বাস মালিক সমিতি পাচ টাকা কমিয়ে পচিশ (২৫) করার সিদ্ধান্ত নেয় এবং পরবর্তীতে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটার
প্রতিশ্রুতি দেন। এই সুবিধা ভোগের জন্য শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় আইডি কার্ড দেখানো লাগবে।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপু আলোচনা সফল হয়েছে বলে জানান।