কবিতা : প্রত্যাশা || আব্দুল্লাহ আল মামুন (সুইট) ||
নতুন বছরে নতুন আশা,
পূর্ণতা পাক ভালবাসা।
নতুন আলোয় যাবো দূরে,
তোমায় নিয়ে সুখের নীড়ে।
দেখবে সেথায় রঙের মেলা,
তোমায় নিয়ে করবে খেলা।
রইবে তুমি সুখের মাঝে,
সকাল-দুপুর,সন্ধ্যা-সাঝে।
অতীত ভুলে সামনে চলো,
জীবনটাকে বাসবে ভালো।
নতুন করে বাঁচতে শেখা,
স্বপ্নের এক পৃথিবী দেখা।
ভুবন হবে বাসযোগ্য,
আর ভালোবাসা সকলের ভোগ্য।