দ্রুতযান বাসে মারধরের শিকার চবির দুই শিক্ষার্থী!
আজ বৃহস্পতিবার রাত ৭:৪৫ ঘটিকায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এক নাম্বার গেট সংলগ্ন দ্রুতযান বাস হেলপার কতৃক মারধরের শিকার হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী।
মারধরের শিকার শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা যায়,মারধরের শিকার ঐ দুই শিক্ষার্থী শহর থেকে ছেড়ে আসা দ্রুতযান বাসে বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে রওয়ানা হন।পথিমধ্যে তাদের সাথে ভাড়া নিয়ে বাস হেলপারের সাথে বাক-বিতণ্ডার সৃষ্টি হয়।এরপর ন্যায্য ভাড়া পরিশোধ করলেও এক নাম্বার গেট এসে তাদেরকে মারধর করেন বাস হেলপার ও তার স্থানীয় সহযোগীরা।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপু ঘটনাস্থলে গিয়ে ঐ শিক্ষার্থীদের কে উদ্ধার করে আনেন।
ঘটনার পর পরই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জিরো পয়েন্ট গেটে অবরোধ করে গেটে তালা লাগিয়ে দেয়।
বিশ্ববিদ্যালয় প্রশাসন ন্যায় বিচারের আশ্বাস দেয়ার পর আনুমানিক ৯ঃ২৫ ঘটিকায় শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়।