' বঙ্গবন্ধু ও ফজিলাতুননেছা '— আহসানুল কবীরের নতুন বই
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছেলেবেলা,শিক্ষাজীবন,কলকাতা জীবন,ঢাকা বিশ্ববিদ্যালয় জীবন,ভাষা আন্দোলনে বঙ্গবন্ধু এবং তার সহধর্মিণী শেখ ফজিলাতুননেছা মুজিব - কে নিয়ে আহসানুল কবীরের প্রকাশিত নতুন বই " বঙ্গবন্ধু ও ফজিলাতুননেছা " ।
তাম্রলিপি প্রকাশনি থেকে প্রকাশিত হয়েছে ' বঙ্গবন্ধু ও ফজিলাতুননেছা ' শীর্ষক বইটি।
লেখক আহসানুল কবীরের জন্ম ২০ অক্টোবর, ১৯৮৫, পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার উত্তর করফা গ্রামে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে স্নাতক সম্মানসহ স্নাতকোত্তর। বর্তমানে তিনি একই বিভাগে সহকারী অধ্যাপক । তিনি একই বিশ্ববিদ্যালয়ে ‘একাত্তরের মুক্তিযুদ্ধে বাংলাদেশের শরণার্থী সমস্যা ও ভারতের ভূমিকা’ বিষয়ে পিএইচডি গবেষণারত। ইতোমধ্যে বিভিন্ন স্বীকৃত জার্নালে তার গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে।
বইটি অর্ডার করতে — https://m.facebook.com/story.php?story_fbid=1420264088181310&id=694593537415039