পথ শিশুদের মাঝে মাস্ক ও খাবার বিতরণ করেছে মিরেজ ফাউন্ডেশন
"শিক্ষা সঞ্চয় উন্নতি বাস্তবায়নই মূলনীতি" এই দ্বারা বজায় রেখে "মিরেজ ফাউন্ডেশন" এর চতুর্থ বর্ষ পদার্পণ উপলক্ষে পথশিশুদের মাঝে মাস্ক ও খাবার বিতরণের আয়োজন করেন মিরেজ ফাউন্ডেশন এর সেচ্ছাসেবীরা।তাদের এই মানবিক কাজে আর্থিকভাবে সহায়তা করে পাশে ছিলেন বাংলাদেশ ও ভারতের যৌথ উদ্যোগে গঠিত সাহিত্য গ্রুপ "অনুকথিকা"। "অনুকথিকা সূচনা সংখ্যা" অনলাইন ম্যাগাজিন বিক্রয় হতে প্রাপ্ত অর্থ মিরেজ ফাউন্ডেশনের জন্মদিন উপলক্ষে পথশিশুদের নিয়ে আয়োজনের জন্য উপহার স্বরুপ প্রদান করা হয়।এই সময় উপস্থিত ছিলেন মিরেজ ফাউন্ডেশনের স্থায়ী সদস্য আব্বাস হোসেন রনি,শায়ন ভৌমিক, মোঃনাঈম,শুভ দাশ,নোবেল দাশ,রেজাউল ইসলাম রনি,ধীমান সুশীল এবং সদস্য ফারুক আহমেদ বাবু।।এছাড়া উপস্থিত ছিলেন লিও ক্লাব অফ মেট্রোপলিটনের সভাপতি ইফতেখার ফাহিম এবং অনুকথিকার এডমিন সৈকত দাশ।