রাজৈরে "নারীর প্রতি সম্মান বোধ পরিবার থেকে জাগ্ৰত হোক" শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত।
মাদারীপুর জেলার রাজৈর উপজেলায় গতকাল ১২ই অক্টোবর (সোমবার) বিকাল ৪ ঘটিকায় ব্লাড ডোনার'স এসোসিয়েশন রাজৈর (BDAR) এর উদ্যোগে সংগঠনের নিজ কার্যালয়ে "নারীর প্রতি সম্মান বোধ পরিবার থেকে জাগ্ৰত হোক " শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ব্লাড ডোনার'স এসোসিয়েশন রাজৈর এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও ভয়েস অফ রাজৈর নিউজ এর সম্পাদক এস এম ফেরদৌস ।
সংগঠনের কার্যকরী সদস্য এডভোকেট মুশফিকুর রহমান সেতুর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সম্রাট মাতুব্বর ও গীতা পাঠ করেন বিপ্লব চন্দ্র সূত্রধর ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজৈর উপজেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এডভোকেট গৌরঙ্গ বসু। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৈনিক স্বাধীন সংগ্রামের জেলা প্রতিনিধি সুবল মজুমদার ,রাজৈর উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি শেখ শাহাজুল , রাজৈর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সবুজ আকন, মেরাজ মাতুব্বর ,এডভোকেট সনেট , এডভোকেট সাকিব হোসেন, ভয়েস অফ রাজৈর এর নির্বাহী সম্পাদক ও পূর্ব-পশ্চিম নিউজের উপ সম্পাদক সাজ্জাদ হোসেন ও মর্নিং গ্লোরির স্টাফ রিপোর্টার আশিক আজাদ।
সভাপতি তার বক্তব্যে নারীর প্রতি সম্মান বোধ পরিবার থেকেই শিক্ষা নেওয়ার কথা বলেন। এসময় তিনি ব্লাড ডোনার'স এসোসিয়েশন রাজৈর এর বিগত দিনের বহুমুখী জনকল্যাণমুখী কাজের বিবরণ তুলে ধরেন।
উক্ত আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন সুমন মুন্সি , নূর নবী , সজীব মোল্লা সহ আরো অনেকই ।