মানবিক সাহায্যের আবেদন বিত্তবান দের প্রতি
তাহমিনা আরিফ রনি। কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার দক্ষিণ আলকরা গ্রাম নিবাসী। বেশ কিছুদিন আগে তিনি ব্রেইন টিউমারে আক্রান্ত হন। বর্তমানে তিনি ব্রেইন টিউমারে আক্রান্ত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন।
২০১৮ সালে তার ব্রেইন টিউমার ধরা পড়ে। এরপর ২৩ শে এপ্রিল, ২০১৮ তারিখে নিকটাত্মীয়দের সার্বিক সহযোগিতায় তার প্রথম অপারেশন করানো হয়।
কিন্তু ৩০ জুলাই,২০২০ তারিখে পুনরায় তার ২ টা ব্রেইন টিউমার ধরা পড়ে। এখন ডাক্তার পরামর্শ দিয়েছেন যত দ্রুত সম্ভব অপারেশন করানোর জন্য। বর্তমানে তার চিকিৎসার জন্য ১৫-২০ লক্ষ টাকার প্রয়োজন।
২০১৬ সালে তাহমিনার বিয়ে হয়। কিন্তু তার স্বামী বিয়ের ২ মাস পর থেকেই অদ্যাবধি ব্রেইন ইনফেকশন জনিত কারনে প্যরালাইজড হয়ে পড়ে।তার স্বামীর চিকিৎসার খরচ চালাতে গিয়ে তার পরিবার নিঃস্ব হয়ে পড়েন। এমতাবস্থায় তার চিকিৎসার জন্য এত গুলো টাকা জোগাড় করা তার পরিবারের পক্ষে সম্ভব হচ্ছেনা।
তাই সমাজের বিত্তবানদের নিকট মানবিক সাহায্যের আবেদন। তাহমিনাকে আপনার সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন।