আবারো যুক্তরাষ্ট্রে পুলিশের বর্বরতার শিকার কৃষ্ণাঙ্গ যুবক।
মিনিয়াপলিসের পর এবার উইসকনসিন অঙ্গরাজ্যের কেনোসা শহর।আবারো পুলিশি বর্বরতার শিকার কৃষ্ণাঙ্গ যুবক।
সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, গাড়িতে ওঠার জন্য ব্লেগ নামক কৃষ্ণাঙ্গ যুবক যখন হেঁটে যাচ্ছিলেন তখন তাকে অনুসরণ করে দুই পুলিশ সদস্য। ব্লেগ গাড়ির দরজা খোলার সাথে সাথে পুলিশ ৭টি গুলি চালায়। কয়েক ঘন্টার মধ্যেই এই ঘটনার প্রতিবাদে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসে। তারা রাস্তায় টায়ার পুড়িয়ে বিক্ষোভ করে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। এসময় আন্দোলনকারীরা পাল্টা ইট, পাটকেল ও ককটেল নিক্ষেপ করলে উওাল হয়ে ওঠে উইসকনসিন। ধাওয়া পাল্টা ধাওয়ার পাশাপাশি চলে দফায় দফায় সংঘর্ষ। শহরের বিভিন্ন জায়গায় ব্যাপক ভাংচুর ও যানবাহনে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা। রণক্ষেত্রে পরিনিত হয় কেনোসা শহর।
গুলিবর্ষনের ঘটনায় জড়িতদের বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে উইসকনসিনের বিচার বিভাগ। বিক্ষোভকারীদের শান্ত থাকার আহ্বান জানিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য শহর জুড়ে কারফিউ জারি করেছে স্থানীয় প্রশাসন।
এর আগে গত ২৫ মে মিনিয়াপলিস শহরে পুলিশের নির্যাতনে নিহত হন জর্জ ফ্লয়েড নামক এক কৃষ্ণাঙ্গ ব্যক্তি।