ফাইনালে হারের পর পুলিশের সাথে পিএসজি সমর্থকদের সংঘর্ষ
চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল। কিন্তু হলো না কাঙ্খিত জয়। আর চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে হারের এই হতাশা থেকেই প্যারিসে পুলিশের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়েছেন পিএসজি সমর্থকরা। সংঘর্ষের সময় বিভিন্ন স্থাপনায় আগুন দেয় তারা।
ইতিহাসে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ওঠে পিএসজি । তাই স্বাভাবিক ভাবেই ক্লাব সমর্থকদের প্রত্যাশা ছিলো যে শিরোপা নিয়েই ঘরে ফিরবে তারা। কিন্তু, বায়ার্নের সাথে ১-০ গোলে হারের পর থেকেই হতাশা জেঁকে বসে পিএসজি সমর্থকদের ওপর।
ম্যাচ হারের পর তারা প্যারিসের রাস্তায় ভাঙচুর করতে গেলে পুলিশ বাধা দেয়, টিয়ার গ্যাস ছুঁড়ে এবং লাঠিচার্জও করে। এ ঘটনায় বেশ কয়েক জনকে আটকও করা হয়েছে। এর আগে পিএসজি ফাইনালে ওঠার পর পুরো প্যারিস শহরে ৩ হাজারের বেশি দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়েছিল।