কবিতা : আমার স্বর্গ || ✍ মাজহারুল ইসলাম || পূর্ব-পশ্চিম
কোন এক রাতে পারি জমিয়েছিলাম,
নাম না-জানা কোন এক পরির দেশে।
মাজ রাতে কোন এক ঠান্ডা শিহরণে
ভূবণ খুলিয়া দেখি,
এক পরি রানী স্নায়ুকোষের শীর্ষে বসিয়া
সোনার হাতে রূপুর পাত্রে
স্বর্গ হতে নহর ঢালিতেছে।।
হঠাৎ মুখপানে তাকিয়ে দেখি
মায়াবী পরি আকাশ পানে চাহিয়া
কী জানি বলিতেছ আর
হরিণী চোখে গঙ্গাপ্রবাহ হচ্ছে।
আমার কপালে সোনার হাতে স্পর্শ করতেই
আমার সকল কষ্টগুলো ভীনদেশে জমিয়েছে পারি।।
হাজারো কষ্টে-অনাহারে
মায়াবী পরি চায় শুধু,
তার সোনার পাখিটি সুখে থাক।
আর আমি বলিতে চাই ?
আমার স্বর্গ তার চরণ তলে।।