কবিতা : পাক হানাদার || ✍ মোহাম্মদ ফয়সাল || পূর্ব-পশ্চিম
মার্চের এক অন্ধকার রাত্রিতে
হানাদারেরা মেতে উঠে ধ্বংসযজ্ঞ সাধনে।
শহর থেকে গ্রামে,
আগুন জ্বেলে দেয় দাউ দাউ করে।
কাঠফাটা রোদে,
শকুনেরা নেমে আসে লাশের মিছিলে।
নদী রুপ নেয় রক্তের সাগরে,
ছাপ্পান্ন হাজার বর্গমাইলে,দালালেরা যায় ছেয়ে,
মা - বোনদের ইজ্জত হরণে।
ঘুমন্ত খোকারা জেগে উঠে, পিঠে দেয়ালের আচড়ে।
একটি ফুলকে বাচাবো বলে নেমে পড়ে,
প্রান্তর থেকে প্রান্তরে।
ক্লান্তিহীন এক চাহনি নিয়ে,
খোকারা আসে ফিরে,
লাল সবুজের সোনালী স্বপ্ন বুকে বেধে।
অতঃপর,
খোকার প্রজন্ম যায় হেরে,
নব্য যুগের রুপ বদলানো দালাল
আর হানাদারদের মুখোশ উন্মোচনে।