কবিতা: নবাগতদের আশায় || ✍মোহাম্মদ আশরাফুজ্জামান || পূর্ব-পশ্চিম
বিষন্ন পৃথিবীও যখন প্রবল ঝড়ে পড়ে
তখন তার বিষন্নতা ঝড়ের আঘাতে নুয়িয়ে পড়ে।
আসন্ন বিপদ যখন মাথার উপর ,
আর ঝড় প্রবলবেগে বহমান,
তখন বিপন্ন হয়ে পড়ে বিপদের ঘনঘটা।
রুগ্ন কর্মহীন পথিক যখন ঝড়ের বৃষ্টির সামনে পড়ে
তখন তার রুগ্ন শরীরেও খোদার পরম ছোয়া পড়ে।
নগ্ন কোমল শিশু যখন তার খালি পায়ে
ঝড়ের কবলে পড়ে,তখন ঝড় নয়
বরং সেই নবাগত নিষ্পাপ ,আকাশের রাজা হয়!
অন্ন বস্ত্রহীন কৃষক যখন ঝড়ের সাথে সামান্য বৃষ্টি দেখেন,
তখন তার চাহনিতেও ক্ষুধার তাড়না উঁকি মারে না।
পাষন্ন রুক্ষ জানোয়ারও যখন বৃষ্টি পায়,
তখন তার রুক্ষতা আর পাশণ্ডতা ঝড়ের ঝড়ে কোমল হয়ে পড়ে।
আজ ঝড়কে, বৃষ্টিকে তার পরিচয়ের পাশাপাশি অস্তিত্বেও
পরিচিত করতে হবে,
তার বিমর্ষতাকে তার শক্তিতে গড়তে হবে,
তবেই তো জন্মাবে নতুন পৃথিবী
আর তার সাথে সাথে নবাগত নিষ্পাপ বান্দা।।