কবিতা : চাতকের দৃষ্টি || মোহাম্মদ ফয়সাল || পূর্ব-পশ্চিম
দেখা হয়েছিল কোন অবেলায়;
রেখেছি যত্ন করে হৃদয়ের আলয়,
ভুলিনি ভুলবোনা জীবনেও বেলায়।
অল্প জীবনের বড় গল্পে ;
তারাই ছিল হৃদয় অংগনে
আপন ব্যস্ততার ভিড়ে ;
নির্ঘুম শত রাত গত হয়েছে।
আবার দেখা হবে
বেলা অবেলা কালবেলাতে ;
ছায়া সুনিবিড় শান্তির গ্রামে
চাতকের দৃষ্টিতে
ঠোঁট ফাটা শিতের হাসিতে।