এবার মামলা হলো রিয়া চক্রবর্তীর নামে
এবার সুশান্ত সিং এর বাবা পাটনাতে সুশান্তের সাবেক প্রেমিকা রিয়া চক্রবর্তীর নামে মামলা দায়ের করেন। তিনি পুলিশের কাছে অভিযোগ জানান যে রিয়া সুশান্ত সিং কে আত্মহত্যায় প্ররোচিত করেছে।
এর আগে সুশান্ত সিং রাজপুত এর আত্মহত্যার কেস মুম্বাই পুলিশের কাছে ছিলো। কেন তা সরিয়ে পাটনায় নেয়া হলো এই প্রশ্নের জবাবে সুশান্ত সিং রাজপুত এর বাবার উকিল বিকাশ সিং জানান, মুম্বাই পুলিশ সঠিক তদন্ত না করে সুশান্তের পরিবারে উপর জোর করছিলো যাতে তারা অভিযুক্ত হিসেবে বড় বড় প্রোডাকশন হাউসের নাম দেয়। কিন্ত তার পরিবার চায় সঠিক তদন্ত হোক।
বিকাশ সিং আরো জানান পাটনা পুলিশ প্রথমে কেসটি নিতে রাজি হয় নি। কিন্তু সি এম নিতিশ কুমার ও মন্ত্রী সঞ্জয় ঝা বুঝিয়ে বলার পর তারা কেসটি নেয়।
এছাড়াও সুশান্ত সিং রাজপুত এর বাবা দাবি করেন রিয়া চক্রবর্তী সুশান্তের কাছ থেকে জোড় পূর্বক টাকা-পয়সা, গহনা ছিনিয়ে নিয়েছে এবং তার পরিবার এর সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছিল।