বিকৃত মস্তিষ্ক
বিকৃত মস্তিষ্ক
কবিঃ আবুল কালাম
যেদিন হতে একটি সুস্থ মস্তিষ্ক পচে গলে হয়ে গেছে নষ্ট
সেদিন হতে কবি নাম দিয়েছে বিকৃত মস্তিষ্ক
এক মস্তিষ্ক বিকৃত বলে সব মস্তিষ্ক হয়ে গেছে কি ক্ষত
তাইতো ভাবতে ভাবতে কবির মন হয়ে গেছে আরো ছোট
বিকৃত মস্তিষ্কের মধ্যে নেই কোন মনুষ্যত্বের ছাপ
তাইতো তারা দিন দিন করে যাচ্ছে বেশি বেশি পাপ
তোমার বিকৃত মস্তিষ্কের ভয়াবহ কত যে রুপ
তাইতো তোমার ঐ মনে পাও শিশু ধর্ষনের সুখ
তোমার বিকৃত মনে কি এতই শৌখতা
তুমি কি নারীর মধ্যে শুধুই দেখতে পাও যৌনতা
জাতির ক্রান্তিলগ্নে করিল যারা চাল আর গরীবের টাকা চুরি
তাদের ও বিকৃত মস্তিষ্কের তালিকায় ধরি
সকলে মিলে বিকৃত মস্তিষ্ক সুস্থ করার চেষ্টা করি
তাহলেই সুন্দর হবে আমাদের এই ধরী।