ঘাটু গানঃ বাংলার হারিয়ে যাওয়া সংস্কৃতি।
মোঃহিমেল হাসনাত রাফি,জাবি প্রতিনিধি।
আজকে আমি 'ঘাটু গান' বা 'ঘেটু গান' যাই বলি না কেনো, এটা নিয়ে কিছু লিখবো। ঘাটু গান বিলুপ্তপ্রায় এক প্রকার লোকগীতি। ঘাটে ঘাটে নৌকা ভিড়িয়ে এ গান গাওয়া হয় বলে এর নাম হয়েছে ‘ঘাটের গান’ বা ‘ঘাটু গান’। সাধারণত বর্ষাকালে এ গানের আসর হয়।সেসময়টায় খাল-বিল, নদ-নদী পানিতে পরিপূর্ণ ছিলো।গ্রামের ঘাটেঘাটে এসে এ গান পরিবেশন করা হতো। এই গানটির বিশেষত্ব হলো,নটীবেশে কিশোর বালক নৃত্যসহ এ গান পরিবেশন করে। ঘাটুদলের প্রধানকে 'সরকার' বলে।এক বা একাধিক বালক ঘাটুগান পরিবেশন করতো।বংশ পরম্পরায় তারা এসে থাকে।তাদের হতে হয় সুকণ্ঠের অধিকারী,সুদর্শন,সুকেশী আর অবশ্যই অল্পবয়সী।এদেরকে যুবতীর মতো সাজানো হতো। তারপর তারা যুবতীদের মতো বিভিন্ন রাধাকৃষ্ণের প্রণয়লীলা ও দৈনন্দিন জীবনের বিচিত্র ঘটনা ঘাটু গানের বিষয়বস্তু ছিলো৷ এই গান মূলত বৃহত্তর কুমিল্লা, মময়মনসিংহ, বৃহত্তর সিলেট,নেত্রকোনায় প্রচলিত ছিলো৷
আরেকটা ইন্টারেস্টিং তথ্য দিই, সেটা হচ্ছে ঘাটু গান আর লেটো গানের মাঝে পার্থক্য তেমন নেই।নজরুল কিন্তু একটা সময় লেটো গান করতো। যাই হোক, ঘাটু গান আমাদের লোকঐতিহ্য। কালের বিবর্তনে হারিয়ে গেছে এই ঐতিহ্য!